রাঙ্গামাটিতে জুলাই পুণর্জাগরণ ও গণঅভ্যুত্থান দিবসে বৃক্ষরোপণ-ক্রীড়া প্রতিযোগিতা
- প্রকাশঃ ০২:৫৪ পিএম, ২৭ জুলাই ২০২৫

‘জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫’ পালনের অংশ হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দৰ্য্যবর্ধক বৃক্ষরোপন কর্মসূচি এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে জুলাই পুণর্জাগরণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দৰ্য্যবর্ধক বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, পরিষদ সদস্য নাউপ্রু মেরী, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ উপস্থিত ছিলেন।
পরে স্কুল মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের বালক ও বালিকার ৪টি দল অংশগ্রহণ করেন।