মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এনসিপির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:০২ পিএম, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের আরও বহু স্থানে হামলার ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের আন্দোলন থামানো যাবে না। তিনি বলেন, ‘মুজিববাদ’ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণআন্দোলনের সূচনা হয়েছে, তা থামানো হবে না যতক্ষণ না চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায়।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে এক পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব মন্তব্য করেন তিনি। সভায় তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে জনদুর্ভোগ, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনখাতে সংকট চরমে পৌঁছেছে। মুন্সীগঞ্জের উদাহরণ টেনে তিনি বলেন, এই জেলাটি এক সময় উপমহাদেশের গুরুত্বপূর্ণ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। অথচ আজ স্বাস্থ্যসেবার বেহাল দশা, শিক্ষাখাতে অব্যবস্থা এবং ঢাকার নিকটবর্তী হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থায় বিশৃঙ্খলা বিরাজ করছে।
নাহিদ ইসলাম বলেন, মুন্সীগঞ্জ ঐতিহ্যবাহী বিক্রমপুর ও ইদ্রাকপুরের গৌরবকে ধারণ করে নতুনভাবে মাথা তুলে দাঁড়াতে চায়। তিনি প্রবাসীদের সমস্যাও তুলে ধরে বলেন, হাজারো মুন্সীগঞ্জবাসী দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু তাদের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি। এনসিপি প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সোচ্চার অবস্থান নিয়েছে এবং এই বিষয়ে প্রবাসীদের সরব হওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপি নেতা দেশের সামগ্রিক সংকট তুলে ধরে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহনসহ সকল খাতে সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তার দল প্রস্তুতি নিচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, মুন্সীগঞ্জবাসী সেই পরিবর্তনের যাত্রায় তাদের সঙ্গে থাকবে।
এই পথসভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিন। সকাল থেকেই কর্মসূচি ঘিরে শহরে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।