রাঙ্গামাটিতে বিএনপি কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:০৯ পিএম, ১৬ জুলাই ২০২৫

বর্তমানে একটি গুপ্ত সংগঠন ও নতুন বন্দোবস্ত সংগঠনের নতুন ছেলে মেয়ে ফেইজবুকে লাইভ করতে করতে লাইক কমেন্ট গুলোকে ভোট মনে করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে বিএনপির পতাকা তলে দাঁড়িয়ে রাজনীতি করেছি। কিন্তু আপনারা কী করেছেন আওয়ামীলীগের সংগঠনে থেকে নিজেদের আখেঁর গুছিয়ে এখন দেশকে পাকিস্তান বানানোর চিন্তা করছেন। তিনি বলেন, ফ্যাসিষ্টের আমলে ওবায়দুল কাদের ও হাসনা মাহমুদ ছিল। যাদের কোন কাজ ছিল না শুধু ফাকা বুলি ওড়াতো। কিন্তু বর্তমানেও আমরা দেখছি নতুন বন্দোবস্ত দলে কিছু হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের সৃষ্টি হয়েছে। আপনাদেরকে হুমিয়ার করে বলতে চাই ধর্য্যরে বাঁধ ভাঙ্গনবেন না। ছেলে পেলেদের অনেক কষ্টে দমিয়ে রেখেছি। বেশি বাড়াবাড়ী করলে আর দমিয়ে রাখতে পারবো না বলেও হুশিয়ারী দেন তিনি।
রাঙ্গামাটি জেলা বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেল বিএনপির কার্যালয়ে ১৬ জুলাই বুধবার রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সদস্য নবায়ন কর্মসূচীর টিম প্রধান ফেরদৌস আহমেদ মুন্না, সদস্য মোঃ ইব্রাহিম, সদস্য মোর্শেদ আলম, সদস্য মেরাজ আজিম, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
পরে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উদ্বোধন শেষে বিএনপির নতুন সদস্যদের হাতে তাদের সদস্য কার্ড তুলে দেন।
এর আগে রাঙ্গামাটি বনরূপা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বনরূপা বিএম শপিং কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।