রাঙামাটিতে ম্যালেরিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু


রাঙামাটিতে ম্যালেরিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু

রাঙামাটিতে সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাঙামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের নোয়াদম গ্রামে সুদীপ্তা চাকমা (১০) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান,বর্তমানে  হাসপাতালে ২ জন ম্যালেরিয়া রোগী ভর্তি আছে। মূলত এই রোগী বেশি পাওয়া যাচ্ছে দুর্গম এলাকায়। তাদের অবস্থা বেশি খারাপ হলেই তখন রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আর আরও জানান, গতকাল সুদীপ্তা চাকমা নামে এক শিশুকে ম্যালেরিয়া আক্রান্ত অবস্থায় নিয়ে আসার পর দ্রুত শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যুবরণ করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×