রাঙামাটিতে নৃশংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ


রাঙামাটিতে নৃশংসতা ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটিতে নৃশংসতা, খুন, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে ‘নো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে শহরের বনরুপা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকরা। সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ইমাম হোসেন ইমু, কৃষি ইনস্টিটিউট রাঙামাটির শিক্ষার্থী মো. জালাল উদ্দিন, রেড জুলাইয়ের নারী অধিকার সহমুখপাত্র সাদিয়া ইসলাম সায়েদা, এনসিপি রাঙামাটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন এবং গণঅধিকার পরিষদ রাঙামাটির সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "আজকের মিছিল শুধু একটি ঘটনার প্রতিবাদ নয়, এটি বিচারহীনতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ডাক। যে রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে এই আন্দোলন শুরু হয়েছে।"

তারা আরও বলেন, "দেশজুড়ে যে নৈরাজ্য, চাঁদাবাজি, সহিংসতা ও দখলদারিত্ব চলছে, তা প্রতিরোধে এখনই প্রতিটি জেলা-উপজেলায় ঐক্যবদ্ধ আন্দোলন ছড়িয়ে দিতে হবে।"

সমাবেশ থেকে ইন্টেরিয়ম সরকারের কাছে দাবি জানানো হয়, বিশেষ ক্ষমতায়নের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে যৌথবাহিনীকে ‘জিরো টলারেন্স’ নীতিতে কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হোক। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×