পানি বাড়ায় কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে একযোগে ৫ ইউনিট চালু, উৎপাদন ২১২ মেগাওয়াট


পানি বাড়ায় কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রে একযোগে ৫ ইউনিট চালু, উৎপাদন ২১২ মেগাওয়াট

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় এবার একযোগে চালু করা হলো রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট। ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে ৫টি ইউনিট কাপ্তাই হ্রদের পানির কম থাকায় এতদিন একসাথে চালু করা সম্ভব ছিলো না। চলতি বছরের ২ জুন হতে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হলেও বুধবার রাত ৮টায় একযোগে চালু করা হলো ৫টি ইউনিট। এই ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ১২ মেগাওয়াট। যা উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার (৯ জুলাই) রাত ৮টায় এই কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে একসাথে ৫টি ইউনিট চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সর্বমোট ২ শত ১২ মেগাওয়াট। তিনি আরো জানান, ৫টি ইউনিট মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটি ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১ শত ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে। আর পানি বৃদ্ধির ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। তাঁরা আরো জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×