ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়ালেন রাঙামাটি জেলা পরিষদ, করা হবে নতুন রাস্তা


February 4 2025/WhatsApp Image 2025-07-09 at 7.04.39 PM.jpg

দেড় বছর ধরে নানান শারিরীক অসুস্থতায় ভুগা ঋতুপর্ণার মা বসুমতি চাকমার শারিরীক খোঁজ নেয়ার পাশাপাশি তার হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার।

এছাড়াও রাঙামাটি-চট্টগ্রাম মূল সড়ক হতে ঋতুপর্ণার বাড়ি মগাইছড়ি পর্যন্ত জেলা পরিষদের অর্থায়নে করে দেয়া হচ্ছে প্রায় ২ কিলোমিটার সড়ক। যা এ বছরই কাজ শেষ হবার আশা করছেন জেলা পরিষদ চেয়ারম্যান। 

বিকালে ঋতুপর্না চাকমার বাড়িতে গিয়ে এই চেক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ান,  জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। 

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, ঋতুপর্ণা বাংলাদেশের গর্ব। তার মায়ের চিকিৎসাসহ ঋতুপর্ণা পরিবারের পাশে সবসময় জেলা পরিষদ থাকবে। একই সাথে এ বছরের মধ্যে সড়কের কাজ শেষ হবে বলেও আমাবাদ ব্যক্ত করেন তিনি

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×