রাঙামাটিতে শিক্ষা উপকরণ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা সভা
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০১:১৪ পিএম, ০৯ জুলাই ২০২৫

২০২৪-২০২৫ অর্থবছরে রাঙ্গামাটি সদর উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ ও উন্নয়নমুলক কর্মকান্ডে সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমার সভাপতিত্বে সভায় এলজিডির সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, পি আই ও মো: রিয়াদ হোসেন সহ সদয় উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে সদর উপজেলার ৬ ইউনিয়নের ১৩ টি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক,মাধ্যমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস, মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য স্যানিটারি নেপকিন, ১০ টি সিলিং ফ্যান ও ৮ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।