বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ


বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে নবম শ্রেণির ছাত্র নিখোঁজ

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসলে নেমে সিয়াম মিয়া (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিয়াম উপজেলার উত্তর বাখাননগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সিয়ামের বন্ধু সাকিব আল হাসান জানান, ১১ বন্ধু মিলে পান্থশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসে। এক পর্যায়ে কয়েকজন একত্রে নদীতে ঝাঁপ দেয়। বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে সিয়ামও ঝাঁপ দিলে মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের নিজস্ব ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত- ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান চলমান রয়েছে জানান রায়পুরা ফায়ার সার্ভিসের টিম লিডার নাসির উদ্দিন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×