দেড় কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক


image_198975_1750673498.webp

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার (২২ জুন) রাতে উপজেলার পিচমোড়ে গয়েশপুর সীমান্ত চৌকির (বিওপি) টহল দল এ অভিযান চালায়।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জব্দ স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা। ৫৮ বিজিবির চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রোববার রাতে সীমান্ত পিলার ৬৯/২-এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা বাইসাইকেল চালক একই উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে মমিনকে আটকের পর তার দেহ তল্লাশি করে অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজিবি বলছে, ভারতে পাচার করার উদ্দেশ্যে সে স্বর্ণের বার বহন করছিল। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত তার বাইসাইকেলটিও জব্দ করা হয়। আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়েছে৷ অবৈধ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×