বিএনপির কাউন্সিল নিয়ে সংঘর্ষ ৫২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


uyjhgjhyuuyi.webp

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির দুটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত ও কাউন্সিল পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দুই গ্রুপ পৃথকভাবে মামলা দুটি দায়ের করেছে।

সোমবার (১৬ জুন) দুপুরে দায়ের করা দুই মামলায় মোট ৫২ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সকলেই বিএনপির নেতাকর্মী।

প্রথম মামলাটির বাদী পুটিখালী ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান শিকদার। এ মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম
আহ্বায়ক আলী আজিম বাবুল। এছাড়া আসামি রয়েছে আরও ২৭ জন। দ্বিতীয় মামলার বাদী হয়েছেন মো. শহিদুল ইসলাম। এ মামলার প্রধান আসামি প্রথম মামলার বাদী খলিলুর রহমান শিকদার । এছাড়াও এজাহার নামীয় আসামি রয়েছে ২৮ জন।

গত রোববার বেলা ১টার দিকে পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে পণ্ড হয়ে গেছে ১৭ বছর পরে আয়োজিত পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। আহত হয়েছে উভয় পক্ষের ২৫ জন নেতাকর্মী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×