লক্ষ্মীপুরে খিচুড়ি শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু


লক্ষ্মীপুরে খিচুড়ি শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ এলাকায় খাওয়ার সময় শ্বাসনালিতে খিচুড়ি আটকে অরি দাস নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরের দিকে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু অরি দাস ফেনীর কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলেশিশু। ঈদের বন্ধে শিশুটি মা-বাবার সঙ্গে লক্ষ্মীপুরে নানার বাড়িতে বেড়াতে আসে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে অভিভাবককে সব সময় সতর্ক থাকতে হবে।’

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, ‘শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুকে খাওয়ানোর ক্ষেত্রে এ জন্য মাকে সতর্ক থাকতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না। ধৈর্য ধরে খাওয়াতে হবে। এটি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে।’

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×