সিরাজগঞ্জে দুই ইরানিকে গণপিটুনির ঘটনায় মামলা


সিরাজগঞ্জে দুই ইরানিকে গণপিটুনির ঘটনায় মামলা

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞান পার্টি সন্দেহে দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ৭টার দিকে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় রাতে ইদ্রিস আলী নামে একজন দোভাষী মামলা করেছেন। তিনি ওই দুই ইরানি যুবককে দেখাশোনা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী বাজারের সুদীপ্ত ভৌমিক মার্কেটের একটি পোল্ট্রি ফিড দোকানে দুটি পুরাতন ৫০০ টাকার নোট পরিবর্তন করতে যান দুজন ইরানি যুবক। দোকানদার সেটা পরিবর্তনও করে দেন। তবে সেটা নতুন না হওয়ায় তারা আবারও পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু কেউ কারও কথা ঠিকভাবে বুঝতে পারছিলেন না।

একপর্যায়ে দোকানদার নতুন টাকা নাই বলে ক্যাশ বাক্স তাদের খুলে দেখায়। পরে মার্কেট ও আশপাশে থাকা স্থানীয়রা অজ্ঞানপার্টি সন্দেহে ইরানি নাগরিক হুসাইনকে কিলঘুষি ও চর থাপ্পড় দিয়ে জখম করে। তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। একজনের হাতে থাকা লাঠি দিয়ে আস্কান নামের আরেক ইনারি নাগরিককে মাথায় ও পায়ে আঘাত করা হয়। এতে তার কপাল ও বাম পায়ে জখম হয়ে রক্তক্ষরণ হয়।

পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। রাতে ঢাকা থেকে আসা ইদ্রিস আলী নামের একজন দোভাষীর জিম্মায় দুই ইরানিকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×