হারানো ৫০টি মোবাইল পুলিশের সহায়তায় ফিরে পেলেন মালিকরা


হারানো ৫০টি মোবাইল পুলিশের সহায়তায় ফিরে পেলেন মালিকরা

যশোরে হারিয়ে যাওয়া  ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সুপারের কনফারেন্স রুমে মোবাইল ফোন, নগদ ও বিকাশের প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও লোকাল ইন্টেলিজেন্স কালেকশনের (এলআইসি) সহায়তায় এপ্রিল মাসে ৫০টি মোবাইল ফোন, চারটি ইমো আইডি, ১০টি হোয়াটসঅ্যাপ আইডি, নগদ ও বিকাশের ২ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া টেলিগ্রাম প্রতারক শনাক্তকরণ, মামলা দায়ের ও দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার রওনক জাহান বলেন, বর্তমান সময়ের প্রতারণার কৌশল এবং অপরাধীদের ক্রমবর্ধমান চতুরতার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত ও একান্ত ছবি মোবাইলে সংরক্ষণ এবং বিভিন্ন মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এ ধরনের ছবি আদান-প্রদান থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশ সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এবং ভুক্তভোগীদের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×