লংগদুতে বজ্রপাতে নারীর মৃত্যু


লংগদুতে বজ্রপাতে নারীর মৃত্যু

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে  এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর  নাম তানজিনা আক্তার (২০)।

বুধবার ( ১৪মে) দুপুর ১২ টার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তানজিনার।

তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী। 

পরিবার সূত্রে জানাযায়,  প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সে। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত  হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন । সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×