কিশোরগঞ্জে বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু, আহত আরও একজন


কিশোরগঞ্জে বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু, আহত আরও একজন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বর্ষা নামের আরও একজন শিক্ষার্থী।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫)। তারা দুজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়বৃষ্টির মধ্যে স্কুলে পরীক্ষায় অংশ নিতে রওনা হয় তিন শিক্ষার্থী। পথে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×