রাঙামাটিতে বিদ্যালয়ের আঙ্গিনায় পানির ট্যাংক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন


রাঙামাটিতে বিদ্যালয়ের আঙ্গিনায় পানির ট্যাংক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন

রাঙামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় পানির ট্যাংক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিবাবকরা।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বনরুপার কাঠালতলী বিদ্যালয়ের মুল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের বক্তারা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় খেলার জায়গা খুবই ছোট। ছোট ছোট শিক্ষার্থীদের জন্য খুবই ঝুকিপূর্ণ হবে এমন পানির ট্যাংক নির্মাণ করা। বিদ্যালয়ের সীমানার ভিতরে কোন ধরনের অবকাঠোমো নির্মানের পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়। 

শিক্ষা অফিস বলছে,  বিদ্যালয় বা প্রাথমিক শিক্ষা বিভাগের সাথে আলোচনা না করেই এমন সিদ্ধা নেয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এমন ট্যাংকি নির্মাণ না করার পক্ষে মত তাদের। 

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ থেকে জানা যায়, বনরুপায় বসবাসরত স্থানীয়দের পানি সরবরাহের জন্য জন্য বিদ্যায়ের ভিতরে পানি ট্যাংক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×