রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫


রাঙামাটিতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৫

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৫ জন নিহত হয়েছেন।
এ সময় গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

কাউখালী থানার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ পাঁচজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত পরে জানাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×