কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার


কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেফতার
আ স ম কামরুল ইসলাম

মৌলভীবাজারে ডিবি ও কুলাউড়া থানা পুলিশের যৌথ অভিযানে কুলাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ কবির।
 
প্রসঙ্গত, আ স ম কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ভাই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×