গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু


গাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল চন্দ্র রায় (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা বাজারের উত্তর পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত নিখিল চন্দ্র রায় উপজেলার অমরপুর ইউনিয়নে দুর্গাপুর ডাক্তার পাড়া গ্রামের মৃত হরি মহনের ছেলে।

স্বজনরা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে রাস্তার ধারে গাছের পাতা পাড়তে যান নিখিল চন্দ্র রায়। ওই গাছের ওপর দিয়ে পল্লীবিদ্যুতের তার ছিল। গাছের পাতা পাড়ার একপর্যায়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×