চট্টগ্রামে কার্টন গোডাউনে আগুন


চট্টগ্রামে কার্টন গোডাউনে আগুন

চট্টগ্রামে কার্টনের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিটির পতেঙ্গা বিমানবন্দর রোডের ইলিয়াস ব্রাদার্সের দাদা সয়াবিন অয়েলের কার্টুনের গুদামে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন আগুন নির্বাপণে কাজ চলছে। 

আগুন পুরোপুরি নির্বাপণের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানানো হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×