সাতকানিয়ায় ভয়াবহ আগুন, চার বাড়ি পুড়ে ছাই


সাতকানিয়ায় ভয়াবহ আগুন, চার বাড়ি পুড়ে ছাই

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া পূর্ব রসুলপুর গ্রামের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এক নিমিষেই চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাদের ঘরবাড়ি পুড়ে ছাই যায়, তারা হলেন- নুরুল আলম, দেলোয়ার হোসেন, জামাল হোসেন ও সিরাজুল ইসলাম। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুরুল কবির জানান, দেলোয়ার হোসেনের রান্নাঘরের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে চারটি ঘর পুড়ে যায়।

স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার আজাদুল ইসলাম জানান, তারা খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কাজ চালিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে যাদের ঘর পুড়ে গেছে তাদের ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

এ অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×