লাইনে দাঁড়াতে বলায় নির্বাচন কর্মকর্তা লাঞ্ছিত, মোবাইল ভাঙচুর
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:২৮ পিএম, ১১ এপ্রিল ২০২৫

রাজবাড়ীর বালিয়াবান্দিতে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমে লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলায় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানকে লাঞ্ছিত ও মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বারান্দায় এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘সবাই লাইনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় বিপু নামের একজন ও তার ছেলে আকরাম এসে লাইনে না দাঁড়িয়ে সরাসরি ছবি তুলতে চান। এ সময় অন্যরা আপত্তি জানান। আমি তাদের লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে বলি। কথা না শোনায় মোবাইলে তাদের ছবি তুলি। এ সময় তারা আমাকে লাঞ্ছিত করাসহ আমার ফোন ভেঙে ফেলেন। স্থানীয়রা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন। হামলার সময় আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলছিলাম। পরে বিষয়টি ইউএনও, থানার ওসিকে ও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, ‘নির্বাচন অফিসার আমাকে বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তারা আইনগত সহযোগিতা চাইলে সব ধরনের সহযোগিতা করবো।’