ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার


ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন আনুকে (৩৮) গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৭ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়।

আনোয়ার হোসেন আনু গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামের সিহাব উদ্দিন আহমেদের ছেলে। তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সেক্রেটারি ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, তাকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
 
ওসি আরও জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) তাকে গোপালগঞ্জ সদর থানা থেকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করার কথা রয়েছে। আদালত রিমান্ডের অনুমতি দিলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×