কারাগারে নেওয়ার পথে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা জামায়াত আমিরের করমর্দন


MARCH NAEEM 2ND/Goalundo-.jpg

রাজবাড়ী-১ আসনের (সদর ও গোয়ালন্দ)  সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে তার সঙ্গে করমর্দন করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।

এ সময় গণমাধ্যম কর্মী ও উৎসুক জনতা ছবি তোলেন। পরবর্তীতে এ সংক্রান্ত কয়েকটি ছবি একাধিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। 

এ বিষয়ে রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম জানান, তিনি একটি মামলার কাজে আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। সেই সময় সাবেক এমপি কাজী কেরামত আলীকে ওখান দিয়ে কারাগারের নিয়ে যাওয়া হচ্ছিল। কাজী কেরামত আলী আমাকে দেখে হাত বাড়িয়ে দেন। আমিও সৌজন্যতার খাতিরে হাত মেলাই। বিষয়টি হঠাৎ করেই ঘটে গেছে এবং একান্তই ব্যক্তিগত। এটাকে অন্য কোনোভাবে নেওয়া ঠিক হবে না।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার বেলা পৌনে ১২টার দিকে কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ কাজীর আদালতে তোলা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক জানান, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গত ৩০ আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন রাজিব মোল্লা নামে এক শিক্ষার্থী। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় রোববার রাতে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল।

এদিকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি কাজী কেরামত আলীর সঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট মো. নুরুল ইসলামের সৌহার্দপূর্ণ করমর্দনের একাধিক ছবি ভাইরাল হলে নেটিজেনরা ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন মন্তব্য করেন।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×