বোয়ালখালীতে অস্ত্র-মাদকসহ আটক ৪


বোয়ালখালীতে অস্ত্র-মাদকসহ আটক ৪

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল।

এ অভিযানে চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মনজুরুল আলম  (৩৭), মৃত আনু মিয়র ছেলে মুমিন হোসেন (২৪) ও মুজাহিদের ছেলে গ্যাস বাবুলকে (৫০) আটক করা হয়। এ সময় তাদের কাছ ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন (গুলি), ৫৭টি দেশীয় অস্ত্র,  ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়েছে। 

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছিল আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক ও অস্ত্র-মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। আরও বেশ কিছু তথ্য হাতে এসেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×