ভেলপুরি খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা আটক


ভেলপুরি খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা আটক

যশোরের অভয়নগরে ভেলপুরি খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় বিক্রেতা মনির হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনির হোসেন মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, গত ৩১ মার্চ ঈদের দিন দেয়াপাড়া ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামে এক ব্যক্তি চটপটি ও ভেলপুরির অস্থায়ী দোকান দেন। নদীর পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ভেলপুরি খান। পরে গভীর রাত থেকে তারা পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। পরদিন পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি চাঞ্চল্যকর হওয়ায় ওই ফুচকা দোকানিকে আটকে অভিযান শুরু করে পুলিশ। সর্বশেষ বুধবার রাতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া থেকে ভেলপুরি বিক্রেতা মনিরকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে তানজিম হোসাইন নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×