উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক


উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে উখিয়া উপজেলায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথ, গাঁজা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র ও ৩টি মোবাইল জব্দ করা হয়।

আটক ইমাম হোসেন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অভিযানের পর উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×