ছাত্ররা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দেবে, প্রত্যাশা দুলুর


ছাত্ররা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা দেবে, প্রত্যাশা দুলুর
রুহুল কুদ্দুস তালুকদার দুলু

ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিস্টকে সরিয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রত্যাশা করেছেন, ‘তারা দেশের মানুষের ভোটের ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করবে।’

বুধবার (২ এপ্রিল) দুপুরে নাটোর শহরের রানী ভবানী রাজবাড়ীর মুক্ত মঞ্চে দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় এ প্রত্যাশার কথা জানান দুলু।

বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, অনেক চক্রান্ত চলছে। নির্বাচনে যেকোনোভাবে কালক্ষেপন করে দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা করা হয়েছে। আমরা চাই, ছাত্রদের রক্তের বিনিময়ে যে অর্জন হয়েছে, ভোটের অধিকারের জন্য যে গণতন্ত্র অর্জন হয়েছে- সে গণতন্ত্র জাতীয় ও আর্ন্তজাতিক ষরযন্ত্রের মাধ্যমে যেন কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে ছাত্রদের খেয়াল রাখতে হবে। এই ছাত্ররা আন্দোলন করে যেভাবে ফ্যাসিস্টকে সরিয়েছে সেভাবে দেশের মানুষের ভোটের ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করবে। তাতেই বাংলাদেশের মানুষের মঙ্গল হবে।’

মেলা কমিটির সভাপতি শাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম আব্দুর রাজ্জাক, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এজেডএম নাফিউল ইসলাম প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×