লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০


লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জের লাখাইয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিরুন্ডা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মোচন মিয়ার সঙ্গে একই গ্রামের মোস্তফা মিয়ার দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম (৩৫) হৃদয় মিয়া (২৫), সাইফুল (৪৫), অন্তর (১৮), নিরবকে (২০) উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরও লাখাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×