লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ


লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’-এই প্রতিপাদ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক লক্ষ্মীপুর শাখা।
 
বৃহস্পতিবার (২৭ মার্চ) সদর উপজেলার উত্তর টুমচরে অবস্থিত জামিয়া ইসলামিয়া হিলফুল ফুজুল মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়। 

আইএফআইসি ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. শাহাদাত হোসেন শিশুদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অফিসার মো. ফয়সাল, মাদ্রাসা ট্রাস্টি মো. আরাফাত হোসাইন শান্ত, সাংবাদিক সরোয়ার হোসাইন বুলবুল ও মাদ্রাসার পরিচালক নোমান সিদ্দিক।
 
এ নিয়ে মো. শাহাদাত হোসেন বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে ঈদের নির্মল আনন্দ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশ ব্যাপী আমাদের ব্যাংকের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে ঈদের নতুন পোশাক।’

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×