চট্টগ্রামে সাইলেন্ট থিয়েটারের আয়োজনে বিশ্ব মূকাভিনয় দিবস পালন
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৩৪ পিএম, ২৩ মার্চ ২০২৫

কিংবদন্তি মূকাভিনেতা মার্সেল মার্সোর ১০২তম জন্ম বার্ষিকী ছিল শনিবার (২২ মার্চ)। মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্টার্সবুর্গ শহরে জন্ম নেন। বিংশ শতাব্দীর আধুনিক মূকাভিনয়চর্চা এবং মার্সোর নাম সমার্থক হয়ে ওঠায় ২০০৭ সালে প্রয়াণের পর তার জন্মদিন ২২ মার্চকে পৃথিবীজুড়ে ‘বিশ্ব মূকভিনয় দিবস’ হিসেবে পালন করা হয়।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে সাইলেন্ট থিয়েটার এই দিনটিকে বিশেষ গুরুত্বের সাথে পালন করে। শনিবার বিকেলে
আলোচনা সভা শুরু হয়। সভার শিরোনাম ছিল ‘গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের শিল্পচর্চা- প্রসঙ্গ মূকাভিনয়’।
দলের সাধারণ সম্পাদক মেজবাহ চৌধুরীর সভাপতিত্বে ও মূকাভিনেতা আসবাবীর রাফসানের সঞ্চালনায় আলোচনার সূত্রপাত করেন মূকাভিনয় নির্দেশক ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রফেসর অব পারফর্মিং আর্টস মাসুদ উর রহমান।
আলোচনায় অংশ নেন নাট্যজন মুস্তফা কামাল যাত্রা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, অরূপ কুমার বড়ুয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব হাসান মারুফ রুমী, চৌধুরী জসীমুল হক, মো. শহীদুজ্জামান, সায়েম উদ্দীন।
সন্ধ্যা ৭টায় ৩ টি একক ও একটি দলীয় মূকাভিনয় প্রদর্শন করা হয়। একক মূকাভিনয় ‘দৌড়’ পরিবেশনায় ছিলেন আসবাবীর রাফসান, ‘চেয়ার’ মেজবাহ চৌধুরী ও ‘দ্যা মাস্ক’ পরিবেশনা নিয়ে ছিলেন হৃদয় দেব।
আসবাবীর রাফসানের নির্দেশনায় ‘জুলাইয়ের পরে’ শিরোনামে দলীয় পরিবেশনায় অংশ নেন আসবাবীর রাফসান, মেজবাহ চৌধুরী, অনিত কুমার নাথ, মো. ফারুক, আঁখি আক্তার, হৃদয় দেব ও মো. শাহেদ।
পুরো আয়োজনে সহযোগিতায় ছিল জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম।