কেশবপুরে আদিবাসী ছাত্রীর মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি


কেশবপুরে আদিবাসী ছাত্রীর মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি

যশোরের কেশবপুরে একটি আবাসিক হোস্টেলে আদিবাসী ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সঠিক তদন্তের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে উপজেলা দলিত পরিষদের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন হয়। 

গত ১৪ মার্চ কেশবপুরের সাহাপাড়ার খ্রিষ্টান মিশনে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে আদিবাসী এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। 

মানববন্ধনে উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা দলিত পরিষদের সম্পাদক মিলন দাস, সহসম্পাদক শংকর দাস, উপজেলা খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সহসভাপতি অসীম সরকার ও যোসেফ সরকার। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম ও মাসফি চৌধুরী অরিন, সাংবাদিক শামীম আখতার মুকুল, নারী নেত্রী সুফিয়া পারভিন শিখা, সমাজকর্মী তপন বালা প্রমুখ। 

বক্তাদের দাবি করেন, রাজেরুং ত্রিপুরাকে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×