বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

ইসলামী চিন্তাবিদ প্রয়াত আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামিয়াতুল ইমদাদিয়া ও তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় প্রতিবাদ সমাবেশ।

স্থানীয় আলেম-ওলামাসহ জামিয়াতুল ইমদাদিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে ফজলুর রহমানের বিচার দাবি করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×