ধানক্ষেতে পড়ে ছিল অটোচালকের মুখ বাঁধা লাশ


March25 Naeem/auto.jpg

ময়মনসিংহে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের ধানক্ষেত থেকে ওই চালকের পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত টুটুল আহমেদ (২৫) ভাটিদাপুনিয়া গ্রামের মৃত আইউন আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেখানে উপুড় করে শোয়ানো ছিল লাশটি। আর পরনের লুঙ্গি দিয়ে দুই পা ও একটি চাদরে মুখ বাঁধা ছিল। স্থানীয়রা পুলিশকে খবর দেন। এর মধ্যে ঘটনাস্থলে আসেন টুটুলের স্বজনরা। তারা লাশ শনাক্ত করেন।

টুটুলের শ্বশুর ইব্রাহিম মিয়া জানান, গতকাল বুধবার পরিবারের সঙ্গে ইফতার শেষে অটোরিকশা নিয়ে বের হন টুটুল। রাত ১০টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে উত্তর দাপুনিয়া এলাকায় লাশ পাওয়ার খবরে গিয়ে দেখেন তার জামাতার লাশ পড়ে আছে। তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×