এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা


এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (৮ মার্চ) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই যুবকের মা বাদী হয়ে গত সোমবার (১০ মার্চ) রাতে বন্দর থানায় মামলা করেছেন।

মামলার আর্জিতে উল্লেখ করা হয়, তার ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী ওই ব্যক্তি জরুরি কথা আছে বলে তাকে ডেকে বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

সম্প্রতি মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশু এখনো চিকিৎসাধীন।

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হচ্ছে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক ধর্ষণের খবর সংবাদের শিরোনাম হয়েছে। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে হট নম্বর চালু করা হয়েছে। বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×