রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হামলার শিকার


রাউজানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হামলার শিকার

রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার (৪২) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সোমবার দুপুরে তাঁর অফিসে এ হামলা হয়। হামলাকারী শহিদুল ইসলাম ওরফে কালা শহীদ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

আয়েশা সিদ্দীকার অভিযোগ, তিনি রাউজানে যোগদানের পর থেকে শহীদুল ইসলাম তাঁর অফিসে বারবার অন্যায় আবদার নিয়ে আসতেন। তিনি কাজ চাইতেন। কখনও কম্বল চাইতেন। তিনি (শহীদুল) কোনো জনপ্রতিনিধি নন। আবার লাইসেন্সধারী ঠিকাদারও নন। এ কারণে তাঁকে প্রত্যাখ্যান করতেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নানাভাবে হুমকি দেন। নিজেকে বিএনপি নেতা দাবি করে বলেন, তিনি রাজনীতি করেন, তাঁর কাছে অস্ত্র আছে। 

আয়েশা সিদ্দীকার ভাষ্য, তিনি বিষয়টি বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে (বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান) জানালে তিনি স্পষ্ট বলে দেন, তাঁকে (শহীদুল) পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। সোমবার তাঁকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি নিজেকে কোনোভাবে রক্ষা করেন। এরপর শহীদুল অফিসের চেয়ার, টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শহীদুল ইসলামের বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো পদপদবি নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল।

ঘটনাস্থল পরিদর্শন করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, সরকারি দপ্তরে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×