সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার


সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলার হাবিবুর রহমান হাবু (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (১০ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন রাতে র‍্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হাবিবুর রহমান সোনারগাঁ উপজেলার রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে চলাফেরা করায় অভ্যস্ত। প্রতিদিনের মতো সে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে পেচাইন গ্রাম হতে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে উক্ত আসামি হাবিবুর রহমান হাবুর ভুক্তভোগীকে কৌশলে ডেকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা রুমি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×