সাতক্ষীরায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ১


সাতক্ষীরায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা সীমান্তের বিশেষ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ সোহেল উদ্দিন (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (১০ মার্চ) বিজিবির সাতক্ষীরা সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোঃ আশরাফুল হক।

আটক সোহেল উদ্দিন (৫৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মোঃ হামেজ উদ্দিনের ছেলে।

৩৩ বিজিবি অধিনায়ক মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, রবিবারে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনের ঝাউডাংগা বিশেষ ক্যাম্প এর দায়িত্বাধীন সীমান্তের আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে। এই সংবাদের ভিত্তিতে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নাঃ সুবেঃ এম এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল সীমান্তের বর্ণিত স্থানে পৌছালে ০১টি ইজিবাইক এবং ০২টি মোবাইলসহ চোরাকারবারিকে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামনের ইষ্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট মূল্য ২,৩৫,৩৫,২০০/- (দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা।

তিনি আরো জানান, স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের দায়ে এবং পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×