বিতর্কিত ওসির উখিয়া থানায় পদায়ন নিয়ে তোলপাড়


বিতর্কিত ওসির উখিয়া থানায় পদায়ন নিয়ে তোলপাড়
মঞ্জুর কাদের ভূঁইয়া

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম ডিআইজিকে তাৎক্ষণিক ফোনে চকরিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। কিন্তু তাকে প্রত্যাহারের পরিবর্তে উখিয়া থানায় সম্মানজনক পদায়ন নিয়ে সর্বত্র মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশকে এখনই ওসিকে প্রত্যাহারের এমন নির্দেশ দেন।

সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ নির্দেশ দিলেও বিতর্কিত ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার না করে বিকেলে তাকে উখিয়া থানায় সম্মানজনক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছেন ডিআইজি। এই নিয়ে পুরো পুলিশ বিভাগসহ নাগরিক সমাজে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার পদে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে দুই থানার ওসি পদে রদবদল করা হয়। আদেশ অনুযায়ী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছে। আবার উখিয়া থানার ওসি আরিফ হোছাইনকে চকরিয়া থানায় বদলি করা হয়েছে।

কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘চকরিয়া থানার ওসি মিথ্যা মামলা দিয়ে নিরহ লোকজনকে হয়রানি ও জেল হাজতে পাঠাচ্ছেন। সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে ধরে নিয়ে নির্যাতন করে তিনি। বিতর্কিত ওসির বিরুদ্ধে নারী পুরুষরা ঝাড়ু মিছিল এবং শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করে।’ সভার স্থল থেকে সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা মোবাইল ফোনে চট্টগ্রামের ডিআইজি আহসান হাবিব পলাশকে ২৪ ঘণ্টার মধ্যেই চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন। বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে স্বরাষ্ট্র উপদেষ্টার তাৎক্ষণিক এ ধরনের মৌখিক আদেশ ভাইরাল হয়ে জেলা জুড়ে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সন্ধ্যার পর পর বিতর্কিত ওসিকে প্রত্যাহার না করে উল্টো উখিয়া থানায় সম্মানজনক পদায়ন করায় সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। সচেতন নাগরিক সমাজের প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ কিভাবে ডিআইজি উপেক্ষা করল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×