ধূমপান করা নিয়ে হট্টগোল, তরুণীকে উদ্ধার করল পুলিশ


ধূমপান করা নিয়ে হট্টগোল, তরুণীকে উদ্ধার করল পুলিশ

ঢাকার মোহাম্মদপুরে এক তরুণীর ধূমপান করাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে মোহাম্মদপুর থানায় নিয়ে এসেছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। 

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘শনিবার সন্ধ্যার সময় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে ওই তরুণী ধূমপান করছিলেন। স্থানীয় লোকজন সেটি দেখে ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। এ হট্টগোলের খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিরাপদ হেফাজতের জন্য তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তরুণীর পরিবার থানায় এসেছে।

‘ওই তরুণী বর্তমানে ব্যবসায়-বাণিজ্যের সঙ্গে যুক্ত। তার সঙ্গে তার এক বান্ধবীও ছিলেন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×