আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি


আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

কক্সবাজার টেকনাফের নাফনদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক থাকা বাংলাদেশী ২৯ জেলেকে দীর্ঘ ১৭ দিন ফেরত আনতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবির সদস্যরা।

তবে ফেরত আসা ২৯ জেলের মধ্যে ১৫ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন টেকনাফে বসবাসরত রোহিঙ্গা নাগরিক।

জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এই ২৯ জন জেলেকে নিয়ে একটি ফিশিং ট্রলার দিয়ে

টেকনাফ পৌরসভা এলাকার অন্তর্গত ট্রানজিট জেটি ঘাটে এসে পৌঁছায়।

২৯ জেলেকে ফেরত আনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফনদীতে মাছ শিকারের সময় ভুল বসত দেশীয় জলসীমা অতিক্রম করে মিয়ানমার জলসীমা অনুপ্রবেশ করলে মিয়ানমার আরাকান আর্মির সদস্যরা নৌকা ও ট্রলারসহ এই ২৯ জন জেলেকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়।

উক্ত ঘটনার পর থেকে তাদেরকে স্বদেশে ফেরত নিয়ে আসার জন্য আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করি। অবশেষে বৃহস্পতিবার বিকালের দিকে মিয়ানমার আরাকান আর্মির সদস্যরা বিজিবির কাছে এই ২৯ জেলেকে হস্তান্তর করে।

তবে স্বদেশে ফেরত আসা ২৯ জেলের মধ্যে ১৪ জন টেকনাফের বিভিন্ন এলাকায় বসবাসরত রোহিঙ্গা নাগরিক। পরবর্তীতে যাচাই-বাছাই শেষ করে ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

ফেরত আসা জেলেরা গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন নাফনদ ও বঙ্গপোসাগরে জাল ফেলে মাছ শিকার করার সময় পানির জোয়ার ভাটার কারণে অনেক সময় ভুল বসত মিয়ানমার জলসীমায় চলে যায়। তৎকালীন জান্তা সরকার থাকা অবস্থায় অনেক বার জলসীমা অতিক্রম হয়েছিল। তখন তারা আমাদের আটক করেনি।

তবে সম্প্রতি সময়ে মিয়ানমার উক্ত সীমান্ত এলাকায় আরাকান আর্মির কারণে সংঘটিত ঘটনার কবলে আটকা পড়েছি।

নাফনদীর সীমান্ত এলাকা এখন জেলেদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। বিজিবির অক্লান্ত পরিশ্রম, তৎপরতা ও সার্বিক সহযোগিতার কারণে আমরা পরিবারের কাছে ফেরত আসতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য-১১ ও ২০ ফেব্রুয়ারি সকালের দিকে নাফনদীতে মাছ শিকার করে উপকুলে ফেরত আসার আসার সময় বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনার মাঝামাঝি স্থান থেকে ফিশিং ট্রলারসহ এই ২৯ জেলেকে ধরে নিয়ে গিয়েছিল মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×