মাদারীপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত


মাদারীপুরে তারুণ্যের উৎসব উদযাপনে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট প্রতিযোগিতা। জেলা  ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২৪-২৫ অর্থ বছরের আওতায় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা উদ্বোধন করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপ সচিব মোহাম্মদ হাবিবুল আলম।

ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি প্রতিষ্ঠান থেকে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুলপদ্বী উচ্চ বিদ্যালয় চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী।

জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক কাজী হুমায়ুন কবির, প্রাক্তন খেলোয়াড়, কোচ ও অন্যরা।

সমীর বাইন বলেন, ‘তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×