ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা


ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ছাত্রদল নেতাকে লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় খোলা বাজারে বিক্রির (ওএমস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার এমদাদুল ইসলাম রকিকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং সদরের বড়বাজারে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ডিলারের লাইসেন্স বাতিল ও এক লাখ টাকা জরিমানা করেন। 

এমদাদুল বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্র জানায়, বানিয়াচংয়ের ১ নম্বর ইউনিয়নে ওএমএসের চালের ডিলার এমদাদুল ইসলাম রকি। বানিয়াচং বড়বাজারে আইএফআইসি ব্যাংক সংলগ্ন একটি দোকানে ৩০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। গত ৩ দিন ধরে তিনি এ কার্যক্রম পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ওএমএসের ৫০ কেজির পাঁচ বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এমদাদুল ইসলাম রকিকে জরিমানা করেন। 

মো. সাইফুল ইসলাম বলেন, ‘ওএমএসের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে সেনাবাহিনী তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×