মানিকগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ব্যাংকে মুক্তিপণ দাবি


মানিকগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ব্যাংকে মুক্তিপণ দাবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. ইদ্রিস আলী নামে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে অপহরণ করা হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

অপহরণের শিকার ইদ্রিসের স্ত্রী জানিয়েছেন, মোবাইল ফোনে কল দিয়ে ৮ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। এই টাকা ব্যাংকের মাধ্যমে দিতে হবে। আর কাউকে জানালে তার স্বামীর লাশ পাঠানো হবে।
 
ইদ্রিস উপজেলার বালিয়াটি শিমুলিয়া গ্রামের মো. নজর আলী ছেলে। এ ঘটনায় রোববার সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তার ভাই আমিনুর ইসলাম।

ইদ্রিস আলীর স্ত্রী নিপা আক্তার বলেন, রোববার তিনবার ফোন দিয়েছে অপহরণকারীরা। তারা ৮ লাখ ২৫ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে। মুক্তিপণ না দিলে তার স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। একইভাবে আজ সোমবার অপহরণকারীরা ইদ্রিসের স্ত্রীর কাছে ফোন দিয়ে জানতে চাই টাকা যোগাড় করা হয়েছে কিনা? পুলিশ ও সাংবাদিকদের জানালে তোমার স্বামীর লাশ পাঠিয়ে দেওয়া হবে। 

এ সময় অপহরণের শিকার ইদ্রিসের সঙ্গে তার স্ত্রীর কথা বলার সুযোগ দেয় অপহরণকারী। এ বিষয়ে নিপা বলেন, ফোনে তার স্বামী জানান, তিনি কোথায় আছেন তা জানেন না। টাকার জন্য ওরা চাপ দিচ্ছে। ওরা বলেছে, টাকা না দিলে তার স্বামীকে মেরে ফেলবে।

নিপা আক্তার আরও বলেন, মুক্তিপণের টাকা কোথায় দেব জানতে চাইলে তারা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে বলে জানায়। অপহরণকারীরা বারবার আমার স্বামীর মোবাইল দিয়ে টাকাসহ হুমকি-ধামকি দিয়ে আসছে। 

এ বিষয়ে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালু বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×