শ্বশুরের কুলখানিতে না যাওয়ায় জামাইয়ের বাড়ি ভাঙচুর
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
/incident.webp)
শ্বশুরের মৃত্যুতে মিলাদ ও ভোজন আয়োজনে না যাওয়ায় জামাইয়ের বাড়িতে এসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জামাইসহ তার মা ও বোনকে পিটিয়ে আহতসহ বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
ভিকটিমের নাম পারভেজ মাতব্বর। তিনি ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার জমি চাষের সময় ট্রাক্টর উল্টে পারভেজের শ্বশুর মানিক রাঢ়ী মারা যান। এ উপলক্ষে দোয়া, মিলাদ ও খাবারের আয়োজন করা হয়। এতে তাকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু দাওয়াতে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে সম্বন্ধী সাকিলের নেতৃত্বে ১০-১২ জন ভগ্নিপতি পারেভেজের বাড়ি এসে বসতঘরে হামলা চালায়। এসময় দরজা-কপাটসহ আসবাবপত্র, থালাবাটি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পারভেজের অভিযোগ করেন, ‘কলহ চলায় স্ত্রী বাবারবাড়ি চলে গেছে। তাই অভিমানে তিনি দাওয়াত যান নাই। এ কারণে সম্বন্ধীর নেতৃত্বে বাড়িতে হামলাসহ মা, বোনকে মারধর করা হয়।’
তিনি জানান, ‘এ ঘটনা চলাকালে বাবা পুলিশকে খবর দিলে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে তিন পুলিশ ঘটনাস্থলে আসে।’
এ ব্যাপারে সাকিল রাঢ়ী বলেন, ‘বোন সকালে শ্বশুরবাড়িতে গেলে মারধর করে আটকে রাখা হয়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি। আমরা ভাঙচুর করিনি, পারভেজ নিজেই ভাঙচুর করে আমাদের ওপর দোষ দিচ্ছে।’