আদালতের প্রাঙ্গণে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক এক


আদালতের প্রাঙ্গণে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক এক

লক্ষ্মীপুরে আদালতের প্রাঙ্গণে আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষে কিছু ব্যক্তি লিফলেট বিতরণের চেষ্টা করলে তাদের গণপিটুনি দিয়ে পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। 

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ, আইনজীবী ও স্থানীয়রা জানায়, রোববার ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়। এ ছাড়া, অন্য কয়েকজন জামিনে থাকা আসামিরাও আদালতে হাজিরা দিতে আসেন। আসামিরা হাজিরা দিয়ে বের হয়ে আদালতের প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে জামিনে থাকা আসামি সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী লিফলেট বিতরণের চেষ্টা চালায়। আদালতে থাকা উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্যরা পালিয়ে যায়।

এরপর আদালতের প্রাঙ্গণে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লইয়ার্স কাউন্সিলের আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেন। 

সমাবেশে বক্তারা বলেন, ‘খুনি হাসিনার দোসরেরা এখনো বিভিন্নভাবে চক্রান্ত করছে। আদালতের প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে লিফলেট বিতরণ করার সাহস পায় কীভাবে।’

অনতিবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন আইনজীবীরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ বলেন, ‘আদালতের প্রাঙ্গণে গণপিটুনি দিয়ে পরান চৌধুরী নামে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×