নয় শতাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কার দিল ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ


নয় শতাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কার দিল ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

লক্ষ্মীপুরের শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নয় শতাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কার দেয়া হয়েছে। 

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পরিচালক আবদুল করিম, বাকের হোসেন, সহকারি শিক্ষক ফারহানা আক্তার, ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম।

হাবিবুর রহমান সবুজ বলেন, ‘পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলায় আগ্রহী হয়ে উঠে, সে জন্যই প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করি। প্রতিযোগিতায় ৩০০ ইভেন্টে প্লে থেকে দ্বাদশ শ্রেণীর দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী দিনেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার এ ধারা আমরা অব্যাহত রাখব।’

জামশেদ আলম রানা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডের গুরুত্ব অনেক। প্রতিযোগিতার মধ্যদিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। আমাদের বর্তমান প্রজন্মকে মোবাইলবিমুখ রেখে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×