লক্ষ্মীপুরে বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা


লক্ষ্মীপুরে বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা

লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। 

সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান।

লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, আহ্বায়ক ও সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×