জামালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:১৯ পিএম, ৩০ জানুয়ারী ২০২৫

জামালপুর সদরের দিগপাইত এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।’